নিমেষে ধ্বংস করতে সবাই সচেষ্ট,
মুহূর্তেই নষ্ট, পাবে না কেউ বেশি কষ্ট।
আছে মজুদ, অগুনতি এটম-নিউক্লিয়ার,
সাড়ে চার লক্ষ কোটি বছরের নীল গ্রহ নিমেষে ক্লিয়ার।


এলাকা ভাগ, জন্ম নেয় - নতুন রাজ্য, দেশ-মহাদেশ,
জাতি-ধর্ম-বর্ণের সাথে মিশেছে হিংসা আর বিদ্বেষ।
ভুলে যাই, আমরা মানুষ, সকল জীবের থেকে বুদ্ধিমান,
বুদ্ধির জোরে হয়েছি আমরা, ধরায় মহাশক্তিমান।


প্রশ্ন জাগে মনে; হিংসার বীজ কেন বুনবো ?
প্রতিজ্ঞা করিনা কেন - একহয়ে সারাজীবন থাকবো।
কাউকে হেয় করবো না, কাউকে আমরা মারবো না,
কাউকে ঘৃণা করবো না - কাউকে হিংসা করবো না।

আবিষ্কারে মজুদ কেন - শক্তিশালী অস্ত্র এতো,
রেষারেষিতে নষ্ট করছি - উদ্ভাবনী শক্তি যত।
আমরা সবাই মানুষ - আমরা সবাই স্বজন,
উঁচ-নীচ, ভেদাভেদ ছেড়ে - কেন হইনা আপনজন।


পৃথিবীর মানুষ দেখি কত শত, দৈনিক না খেয়ে মরে,
আরো কি আবিষ্কার করবো - হাতে যত অস্ত্র  ধরে।  
এমন আবিষ্কার হোক  - যেটা সবাই মুখে দিতে পারবে,
এই অস্ত্র মজুদের অর্থে - তিন পুরুষ খেতে পারবে।


এবার থেকে যারা করবে বিধ্বংসী আবিষ্কার -
মনে রাখতে হবে - তাদের আর নয় পুরস্কার।
তাদের কে রাখতে হবে সংশোধনাগারে,
তবেই নীল গ্রহ বাঁচবে নিরাপদে সহস্র বছর ধরে।