আকাশে ঘনঘটা, দিনেও অন্ধকার,
বজ্রবিদ্যুতের গর্জন বারবার,
চারিদিকে জলময় - সকল নদী-নালা, বিল-খাল,
আজ চাষের দিনে ব্যস্ত কৃষক - এখন যে বর্ষাকাল।  


তিন দিনের জ্বরে মাথা ভারী,
তবুও ভিজে যাওয়া গামছা জড়িয়ে রাখে,
সারাদিন জলে দাঁড়িয়ে, করে বীজ বোনা থেকে তোলা,
উপায় নেই, যায় না রেখে কাজ ফেলা।


খাটুনিতে ক্লান্ত নয়, কাজ করে সারাদিন জলে ভেজা শরীরে,
ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে  - যেন, সে চাষের আগে না মরে।
ঝড় ঝঞ্ঝা কাবু করেনি তারে - যদিও চারিদিকে জলময় সিন্ধু,
বই পড়ে জানি -  কৃষক আমাদের সমাজের সেরাবন্ধু।

ত্রস্ত শুধু এক বাক্স সুখ গোছাতে, না হলে যাবে ভিজে,
খবর রাখার নেই যে সময়, এখন ঘোর বর্ষাকাল,
যাঁরা নিরন্তর প্রচেষ্টায়, আমাদের অন্ন যোগায়,
সবার অন্নদাতা ! এই ভরা বর্ষায় থাকে কোথায় !