অর্থ কি বুঝি একটু সুতোর জোর কতো !
রাখিবন্ধনের দিনে বোনেরা বোঝে - এর অর্থ শত শত,
ফলফুলে ভরা ডালি সাজিয়ে রাখে ভাইয়ের তরে,
ভাইয়ের হাতে বোনেরা রাখি পরাবে - উপবাসে অপেক্ষা করে।


প্রীতির বন্ধনে বাড়ছে আশা - ভাইয়ের অপেক্ষায় পৃথিবীবাসী,
প্রতিজ্ঞাবদ্ধ ভাই, আনবে বোনের জন্য  - যদি চায় কখনো শশী।
যুগ যুগ ধরে চলেছে এ উৎসব - নানা পুরানে পাই,
বোনেদের আশা - সংকট মুহূর্তে উদ্ধার করবে তারই ভাই।
  
ভাইয়ের প্রতি প্রত্যাশা বাড়ছে  - পূর্ণ হোক বোনেদের আশা,
সুরক্ষিত হোক সমাজ - হৃদয়ে থাকুক শুধু প্রেম, প্রীতি, ভালোবাসা।  
এই উৎসব চলুক যুগ যুগ ধরে - জন্ম হোক শুধু বিপদহন্তা ভাই,
সুখের জগতে আসবে জোয়ার - আর বোনেদের দুঃখ থাকবে নাই।


রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও  শুভেচ্ছা।