এলো'রে এলো পূজা এলো -
সকল কাজে আনন্দ বর্ষালো,
প্যাচ প্যাচানির শেষ হলো -
জগৎবাসী আনন্দে ভাসলো।


বাগান ভরা - গাঁদা ফুলে -
সবুজ মাঠ - হাওয়ায় দোলে,
শরৎ শুরু - কাশের ফুলে -
সূর্যি ডুবে - মেঘের কোলে।


সকল দুঃখ সাগরে ফেলে -
চলো যাই সবাই মিলে,
আসবে এবার জগৎমাতা -
বিপদগ্রস্তের তিনিই ত্রাতা।


রুপোর ছোঁয়া শুভ্র জোছনায় -
চাঁদের পরশ - মন ভোলায়,
মেঘ গুলো যেন সাদা তুলো,
স্বপ্ন শেষে - চাঁদমামা ডুবলো।


একি, সত্যি স্বপ্ন ছিল !