এইতো সেদিনের কথা -
মনে পড়ে অনেক কথা,
হৃদয়ে রয়েছে জেগে - লাগে খুব ব্যথা।


বছর ছয়েক আগে, মহরমের দিন -
ভোরের শীত, হাত পা কিন্ কিন্ !
ঘুম থেকে উঠে দেখি - তোমার দেহ প্রাণহীন।


তুমি ছিলে শুয়ে,
লেপ মুড়ি দিয়ে বিছানায় ঘুমিয়ে,
আমাদের রেখে - অনন্ত নিদ্রায় গেলে তলিয়ে।


কত তুমি ভালোবাসতে,
সুস্বাদু নানা রকমের ব্যঞ্জন রাঁধতে,
পাবো না আর কোনোদিন তোমার হাতে খেতে।


আজ মহল্লায় বসেছে মহরম এর মেলা,
লোকজনের ভীড়, হবে অনেক রকমের খেলা -
মা, আজ তুমি নেই - তোমায় কি কখনো যায় ভোলা !