ভাবি বসে দিনে রাতে -
খাওয়াবো বেবি ফুড,
পড়াশোনায় শয়ে শতক,
খাতায় আনবে ভেরি গুড।


ছেলে আমার মানুষ হবে -
জীবন যুদ্ধ লড়ে,
একটি ছেলে মানুষ করবো,
দেবো কর্মজীবন সব নিংড়ে।


শিক্ষা-সমাজ ভালো হবে,
একটি ছেলেই ভালো,
একটি ছেলে সোনার টুকরো,
সে ফর্সা কিংবা কালো।


সারাজীবন চলে গেলো,
স্বপ্ন দেখে দেখে,
ছেলে আমার বিদেশ গেলো,
আমাদের ফেলে রেখে।


আনন্দের বন্যা বইবে -
সুখের স্বপ্ন আমার,
টাকা পয়সা পাঠাবে এবার,
সেখানে গুছিয়ে সংসার।


ছেলের আশায় দিন গুনি -
অনেক সুখ পাবো,
ছেলে বলে; তোমরা শোনো -
পাঁচ বছর পরে যাবো।


সংসারে নেই একটা পয়সা -
বড় করতে সব শেষ,
ছেলের আবদার মেটাতে গেলো,
জমি বাড়ি নিঃশেষ।


এটা চাই ওটা চাই -
দিতেই জীবন গেলো,
একটি ছেলেই মানুষ করতে
কোমর ভেঙে গেলো।