রেশনে ঘুষ, আসনে ঘুষ,
জমিতে ঘুষ, নামেতে ঘুষ,
পড়তে ঘুষ, চাকুরীতে ঘুষ,
বসতে ঘুষ - দাঁড়াতে ঘুষ।


ঘুষ ছাড়া আর চলেনা,
ঘুষ ছাড়া কলম লেখে না,
ঘুষ ছাড়া কথা বলে না,
ঘুষ ছাড়া ভোট পায় না।


ঘুষের জোরে - ভালো মরে,
ঘুষের জোরে - নেয় কেড়ে,
ঘুষের লোভে মাথা ঘোরে,
সমাজ এখন ঘুষে মরে।


ঘুষের আশা, নষ্ট বাসা,
ভাঙুন এই সর্বনাশা,
ধরুন সবাই বেতের ছড়ি,
পাবে না ওরা কানাকড়ি।


কালো টাকা আর জালিয়াত,
করছে এখন বাজিমাত,
ঘুষ বাবুর ফুটবলে লাথ,
হবে তাহলে কুপোকাত।


ভুলে যান - ভয়ে বাঁচা আর
ওদের ছাড়া চলবেনা -
যতই কাটুক যতই মারুক,
ঘুষ আর দেবো না।