১) কৃষকের সুখ
শীতের ভোর - করে শীত শীত,
কিষান কিষানী'র নেই কোনো - ভয় ভীত,
প্রস্তুত হয়, কাস্তে-দড়ি নিয়ে মাঠে যাবে,
সোনার ফসল তারা আনন্দে ঘরে আনবে।


শীতের দিনেও তাদের শরীরে ঘাম ঝরে,
কঠিন পরিশ্রমেও নেই কোনো ক্লান্তি,
ফসলের পাহারায় দিন যায় মাঠে,
ধান দেখে ওদের আসে মনে সুখশান্তি।


২) কৃষিমেলা
নাচ, গান, আবৃত্তি আর জাদুখেলা -
কৃষি, শিল্প, প্রদর্শনী আর খেলাধুলা,
সাথে আছে জিগজ্যাগ নাগরদোলা -
এই নিয়ে মোদের কৃষিমেলা।


সবাই মিলে ঘুরে বেড়াবো -
সাজানো গুছানো পসার দেখবো,
মঞ্চে কত নিত্য নতুন অনুষ্ঠান -
সবার শ্রেষ্ঠ আমাদের মেলা ও প্রতিষ্ঠান।


৩) ফার্মার্স ক্লাব ও কৃষিমেলা
নাবার্ড ও ফার্মার্স ক্লাবের যৌথ আয়োজনে -
সারাবছর ব্যস্ত - কৃষকদের আনন্দদানে,
এবছর হবে আমাদের পঞ্চম কৃষিমেলা -
অপেক্ষায় সারাবছর - দেখবো এই আনন্দ মেলা।


দিনে দিনে বাড়ছে কৃষকের আশা -
এলাকার চাহিদা আর নাবার্ডের ভরসা -
ফার্মার্স ক্লাবের উদ্যোগে বছর বছর,
হোক এই আনন্দ মেলা প্রতি বছর।