১) সমাজশ্রেষ্ঠ বন্ধু কৃষক


যুগে যুগে মানুষ আসে -
কীর্তি রাখে তার কর্মে,
কৃষক তুমি বন্ধু সকলের -
নেই ভেদাভেদ তোমার ধর্মে।

খুঁজে খুঁজে দেখি বিশ্বে -
কতজন আছে তোমার মতো,
সকলের সেরা তুমি ই কৃষক -
ধরায় সমাজ বন্ধু আছে যতো।


বৃষ্টি, কাঁপুনি, গরম, ঝড় -
প্রকৃতির সকল দুর্যোগ সয়ে,
তুমি আছো সবার পাশে -
মুখে অন্ন তুলে দিয়ে।


উৎপন্ন করো নানা সবজি ফল -
গ্রীষ্ম বর্ষা শীতে - নেই কষ্ট-ভয়,
সারাবছর মাঠে অক্লান্ত পরিশ্রমে-
জগৎশ্রেষ্ঠ; তুমি অতুলনীয়।


২) কৃষক আমাদের আপনজন


ছোট থেকে বড় হবো, তাই -
খাই প্রতিদিন - বাঁচবো বলে,
বেঁচে থাকার কারণ জানি -
রঙিন দুনিয়া দেখবো বলে।


কষ্টে থাকে তবুও শান্তি -
কঠোর পরিশ্রমে ওদের ঘুম নাই,
ফসল দেখে দূর হয় ক্লান্তি -
খাওয়ার যোগায় কৃষক ভাই।


সকলের মুখে অন্ন দিয়ে -
তুমিই হয়েছো অন্নদাতা,
দায়িত্ব,কর্তব্য, নিষ্ঠা, সততা,
অনন্য তোমার মায়া-মমতা।


তুমি আমাদের পরম আত্মীয় -
তুমি আমাদের প্রিয়জন,
তুমি ছাড়া সমাজ অন্ধকার -
হে কৃষক, তুমি আমাদের আপনজন।