আমরা জানি বিদ্যালয়ে হয়; বাৎসরিক খেলাধুলা,
কখনো সখনো দেখি পাড়ার ক্লাবে পুজো আর সরস্বতী মেলা।
শহরে বিশ্বকর্মা, দুর্গা, জগদ্ধাত্রীপুজো আর গ্রামে লক্ষ্মীকালি'র পুজোমেলা,
রকমারি আনন্দ বিনোদন সহ বাংলায় সারাবছর ঈদের মিলন মেলা।


গত কয়েক বছর ধরে চলছে; কৃষকের নানা ফসলের প্রদর্শনী,
অনুষ্ঠানের জাঁকজমক কত রংবাহারি আর মনোমোহিনী।
চলছে প্রতিযোগিতা; ক্রীড়া, সাংস্কৃতিক, চিত্র, হস্তশিল্পকলা -
সবে মিলে জমজমাট -  ফার্মার্স ক্লাবের উদ্যোগে কৃষিমেলা।


বছর বছর কৃষিমেলা - কৃষকের মনে বেশ আনন্দ,
অনেক রকম ফসল আনবে -  দেখবে-দেখাবে ভালো মন্দ।
নাচগান - তর্ক বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কোলাকুলির ঠেলা,
গরম গরম জিলিপি, ফুচকা'র সঙ্গে রঙিন বেলুন আর নাগরদোলা।


সকলে মিলে ভাগ করে নেয় মেলার এই আনন্দ;
সুনামি তুফান, খরা-বন্যা; যেমন দেয় সকলকে নিরানন্দ।
বছরের এই পাঁচটি দিন - কৃষকের স্বর্গসুখ থেকে বেশি,
তবুও যাবে সবাই মেলা'য়  - শীতে যতই লাগুক ঠান্ডাকাশি।