নদী ও নারীর মন বোঝা
খুব কঠিন,কখনো নদী শান্ত
সৌম্য ধীর স্থির প্রশান্ত স্থবির
আবার কখনো বুকে উন্মত্ত
ভাঙনের তান্ডব ডেকে আনে।


নদী ও নারীর চরিত্র বিচিত্র
ওরা ভাঙা গড়ার খেলা খেলে
আপন মনে কারো বাঁধে ঘর
কারো বুকে জাগায় চর
খেয়ালী মনে চলে আজীবন।


নদী ও নারী দুর্বোদ্ধ জিনিস
নদী  ও নারীর মন জয় করতে
আজ ও কেউ পারেনি,হয়তো
কোন দিন কেউ পারবেনা
যেমন প্রেরণা তেমনি সর্বনাশী।


নদী ও নারী এই জগত সংসারে
সুখ দুঃখের কারণ,এরা কারো
সংসার ভাঙে আবার কারো
সংসার গড়ে এদের মন মর্জিতে
চলে মানুষের জীবন সংসার।