আয়রে বিহান আয়রে বিতান
তোদের রাখি বাধবো আয়,
যে গান শুনে সবাই জাগে
সে গানটাকে সাধব আয়।


এইতো আমি বাড়িয়েছি হাত
আয় রে রাখি পরিয়ে দে,
তোদের প্রাণের প্রীতির চাদর
আমার গায়ে জড়িয়ে দে ।


ওই চলেছে জন ও রহিম
ওদের কাছে ডাক দেখি,
ওদেরকে বল: রাখির দিনে
বন্ধুতা রং মাখ দেখি।


রাখির সুতোয় বাঁধলে দুহাত
বাঁধন হবে শক্ত রে,
বুঝবে সবাই দেহের ভিতর
একই রঙের রক্ত রে।


থাক না  নানা  জাতের মানুষ
একই দেশের মধ্যে রে,
চাইলে এ দেশ মহান হবে
অন্তমিলের পদ্যে রে।


মালা কী হয় এক ফুলে, হয়
চার ফুলে বা পাঁচ ফুলে?
বলে গেছেন এমন কথা
রবীন্দ্র আর নজরুলে।


তাদের কথা মান্য করে
পরিয়ে রাখী হাসব ভাই,
সব ধর্মে করব মিলন
সবায় ভালোবাসব ভাই।


রাম রহিম আর জনের হাতে
পরিয়ে রাখী বলব: শোন,
আমরা সবাই ভারতবাসী
একই দেহ একই মন।