সময়ের গ্যাঁড়া কলে
সুখ গেছে রসাতলে,
ভাগ্যের যাঁতা কলে
সুখ চলে কৌশলে।
নিয়তির খেলা চলে
নিয়মের বেড়াজালে  


সফলতায় ক্ষমতা বাড়ে
সুখ তাকে বলেনা।
সাফল্য পূর্ণতা পায়
সুখ যদি ধরা দেয়।  
স্রষ্টার গুটি চালে  
দরিদ্রের সুখ মেলে
ধনীদেরও দুঃখ চলে,
মন পোড়ে অনলে।  
সুখ যদি কেনা যেতো
ধনী সব সুখী হতো
ফন্দিতে অর্থ প্রয়োগে।


সুখ আপেক্ষিক বিষয়!
মনে পুষে রাখা চাই
সুখ দুর্লভ হলে
বেঁচে থাকা বড় দায়।
জীবনে সুখী হতে
বেশি কিছু লাগেনা
ধৈর্য্যে সুখ থাকে
লোভে সুখ টিকেনা।
অর্থ-দম্ভে মানুষ
সুখ খুঁজে পায়না
হিংসুটে ও স্বার্থপর  
সুখী কভু হয়না।
বিধাতার আঁকা ছক
সূক্ষ্ণ,দুর্ভেদ্য হিসাব ।।