ইন্দিরাজি তোমার অকাল মহাপ্রয়ানে
হারিয়েছি কান্ডারী
কত অসহায় যন্ত্রনার মাঝে
তোমার স্মরণ করি
বিচ্ছিনোতাবাদী উপগর্নথি
চারিদিকে দেয় হানা
দ্রব্য মূল্য আকাশ ছোয়া
কে করিবে তা মানা
কত অন্যায় লাঞ্ছনা আর
শত যন্ত্রণায় মরি।
সাম্যবাদ ইতিহাসের পাতায়
বাণী হয়ে আছে লেখা
রূপ দিতে গিয়ে তোমার দেহ
রক্তে হলো যে মাখা
দক্ষ কান্ডারী অভাব এ দেশে
কে বইবে ভারত তরী।
তাই তো তোমায় ক্লান্তি লগ্নে
বারে বারে শুধু স্মরি।