বিবেকানন্দ
হে বিস্বজয়ী বীর সন্ন্যাসী
জয় বিবেকানন্দ
জরাজীর্ন জাতির হৃদয়ে
জাগালে নতুন ছন্দ
যত ধর্মের বাণী স্রোতধারা
জাতের মুরুতে হয়েছিল হারা
ফিরায়ে আনিলে হারানো প্লাবন
আলো পেল তাই ভারত গগন
সমাজের ঘুম ভাঙ্গায়ে তুমি
অমৃত বানীর গন্ধে
বুঝায়েছ তুমি মানুষের মাঝে
জাগ্রত ভগবান
ধর্ম জাতি শুধু বিড়ম্বনা
সব মানুষই সমান
বৃথাই মানুষ হয়ে থাকে
ধর্মের মোহে অন্ধ
জিব সেষ্ট মানুষ আমরা
সব বেড়া আজ করিব বন্ধ
জীবে প্রেম মাঝে পরম শিক্ষা
দিয়াছো তেগের সেষ্ঠ দীক্ষা
শিখায়েছ তেগ, ভারতের বুকে ঘুচাবো আমরা হিংসা বিভেদ খুন।