প্রতিদিন বৈচিত্র্য হারিয়ে বৃদ্ধকালে পদার্পণ জীবনের
কবে কে কিই বা মানে অথবা বুঝতে চায়,
জীবন যে মুহূর্তকালের ভরসাহীন
সে বিশ্বাস কতটুকু!
  
যার যার শ্বাস প্রশ্বাস বেঁচে থাকা, ক্লান্তি অবসাদ।
এইখানে আমি তুমি,
তুমি আমি; সবটাই অপ্রয়োজনীয়
চেষ্টা করে একে অপরের আর কতটুকু হই?

তবু বিশ্বাস করি
মনে প্রানে বিশ্বাস করি ভালোবাসা।


এইখানে এই পৃথিবীতে তুমি আমি
খুব সাধাসিধা দুর্বল প্রাণী
যদিও আমাদের আশার কমতি নেই।