না আমি আর চাইছিনা ভেতরে ভেতরে কান্নার সাগর
খুব বিরক্তিকর লাগে সব থেকেও না থাকার হা হুতাশ।
আসলে শান্তি কিসে?


এই তথ্যটুকু জানা থাকলে
আমি মন প্রাণ লাগিয়ে খাটাখাটনি করতে দ্বিধা করতাম না রাত দিন।
না; আর না;
সব কিছুর একটা সীমা আছে বলে দিচ্ছি কিন্তু;
আমি আর কাঁদতে চাইছি না।


কি করছো তোমরা? কিসের এত ব্যস্ততা তোমাদের?  
ফোনটা হাতে নাও
অন্তত এইটুকু তো শুনাতে পারো তোমাদের মনে আছে আমাকে।
অথবা একটু কণ্ঠস্বর
একটু শুধু হ্যালো বললেই হতো বুঝলে।


এই অত্যাচারী কষ্টগুলো একদম ধ্বংস করে দিচ্ছে আমায়।
ওঠো, একটু চোখ তুলে তাকাও,
মাথায় একটু মমতামাখা হাতটা রাখো,
এত নিষ্ঠুর হই ও না।


যতদিন বেঁচে আছি ততদিনই শুধু কান্না হা হুতাশ
তোমাদের সহানুভূতি পাওয়ার ব্যর্থ আর্তনাদ।  
তারপর আর জ্বালাবো কোথায় তোমাদের।