এক মুঠো সুখের হাতছানিতে
জল স্থল তন্ন তন্ন করে খুঁজে
ব‍্যর্থ হয়েছি
অযুত নিযুত বার।


এবার ভাবছি মহাকাশ যাত্রা করবো,
সারা আকাশ চষে
এক বিন্দু সুখ খুঁজে পাওয়া
নিশ্চয়ই অসম্ভব কিছু নয়?


চুলোয় যাক লোক দেখানো শৌখিন পৃথিবী।
ওসব নিয়ে আর ভাববো না।
স্মৃতি নষ্টের একটা
মেশিন দরকার শুধু।