এই শীতে কুয়াশার সন্ধ্যা সময়েও আকাশের রঙ আলাদা,
মোবাইলে ছবি তুলে হয়রান অনেকেই,
প্রকৃতি বলতে এই জামানার মানুষ
বোঝে; আকাশ আর চাঁদ।
আর কিছু যেন নাই পৃথিবীতে।
না আছে গাছগাছালী;
না আছে জীব জন্তু;
না আছে আগাছার মতন
দামহীন মানুষ।
না আছে
মানুষের ছোট ছোট বাচ্চা;
পথ শিশু বলে ওদের।
এই শীতের মধ্যেও তারা রাস্তায়;
গাড়ির সামনে;
মরনের ভয় হওয়ার বয়স হয়নাই ওদের।


যাদের হয়েছে; তারা অর্জন করেছে
পায়ে পায়ে
বিষের দংশন হজম করার কৌশল।
বেঁচে থাকাই বড় ব্যাপার।