শব্দে অথবা নিঃশব্দে
ভয়ে নির্ভয়ে
ভরসায় নিরাশায়
দুঃখে শোকে আনন্দে নিরানন্দে
প্রতিহিংসায়
আন্দোলন ভিতরে ভিতরে
মাঝে মাঝে খেয়াল আসে
বিলীন হও।


যদিও তোমাকে প্রয়োজন।
তোমাকে প্রয়োজন ব্যাখাহীন
অগণিত সময়ে।
তোমাকে প্রয়োজন কাজে অকাজে
খোলা রাস্তায়
হাঁটতে চলতে।
বুঝবেনা তুমি
অবুঝ তোমার মন
অসংলগ্ন কথা
তবু
প্রয়োজন হয় তোমার
প্রয়োজনের নিয়মে।


মেনে নিচ্ছি সভ্যতা
মেনে নিচ্ছি সমাজ
মেনে নিচ্ছি তোমাকে
এসবের বাইরে গেলে তো
অশান্তি।।
যেহেতু অনেকদিক থেকে
শান্তি প্রয়োজন,
একদিক অশান্তি মেনে নেয়াই
ঠিক।।