মন বিক্ষিপ্ত; অযাচিত লক্ষবিন্দু
প্রতিনিয়ত আঘাত; ঘাত_প্রতিঘাত,
অসহ্য হয়ে ওঠে বিন্দু বিন্দু করে
প্রত্যন্তকালের সময়ও।
আমি হাঁটি চলি কাজ করি
অথচ থেমে থাকি।
নির্ভেজাল বিপদ থেকে
মুক্ত হতে চেয়ে আরও জড়িয়ে পড়ি।
মুখ থুবড়ে পরে যাই মাটিতে
বার বার।
আমি যে কি করবো!
কোথায় গেলে একটু শান্তি পাবো!।