আমাকে তুমি ভালবাসি বলোনা!
যদি বলো
মাথায় আকাশ ভেঙ্গে পড়বে ।
যদি বলো
তোমার সব দাঁত খুলে পরে যাবে।
যদি বলো
পাথর কঠিন মূর্তি হবে ।  
ঝড় জলোচ্ছ্বাস বন্যা ভুমিকম্পে গুঁড়িয়ে যেতে যেতে,
অনুভব করবে,
ব্যথিত মানুষের অমুলক জীবন।


আমায় তুমি কখনো আর ভালবাসি বলোনা,
ওসব ন্যাকামো দেখলে গা জ্বালা করে।  
অনেক হয়েছে খেলা
এবার বন্ধ কর সব।


তুমি বরং
বেঁচে বেঁচে আমার মৃত্যু দেখো।
দেখো কিভাবে ধাবিত হই ধংসের দিকে;
দেখো!!!  


তারপর একদিন..
আমার শবদেহের দিকে তুচ্ছ তাচ্ছিল্যে ভরা;
লোক দেখানো চোখের জল ফেলে  
উপভোগ কর আমি হীন তোমার পৃথিবী।
আপাতত আর ভালবাসি বলোনা।।