বিশ্বব্রহ্মাণ্ডে কোটি কোটি মানুষ
অথচ তোমার অনুপস্থিতি
ভু-খণ্ড মানব শূন্য করে দিয়েছে!
কোথাও কেউ নেই,
নেই প্রান নেই প্রাণী!
জানি আমি জানি
এ আমার দুঃসময়
অক্ষমতা গ্লানি!
প্রিয়তম
যুগে যুগে আমি তোমার প্রতীক্ষায়
এখন সন্ন্যাসিনী যেন !
দিগবেদিক বিভ্রান্ত যেন!
বাতিল দ্রব্যসামগ্রী যেন!
পথহারা পথিক যেন!
লক্ষ্যহীন বেঁচে থাকা যেন।
এক বুক কান্না যেন!
অকাল মৃত্যুর স্বাদ যেন।
প্রিয়তম
আমাকে একটু দেখো,
কিছু আর অবশিষ্ট নেই,
তোমার দেয়া ওই আত্মঘাতী
ভালোবাসার বিষক্রিয়ায়।।