আমায় নিয়ে ভাবিনি আমি,
ছন্দে হারিয়ে খুজেছি তোমায়,
পথে তোমার ঘুরেছি কত,
তবু তুমি দেখোনি আমায়।


চোখ দুটো আর চায়না আমায়,
সত্যি কোথাও মগ্ন হয়েছে,
নিরাপদ নয়, তাই আমার ছায়া,
নতুন কোনো কারণ পেয়েছে।


স্মৃতিতেও আর নেই কো আমি,
স্মৃতির পাহাড় শুধু আমার একা,
শুধু আজ আমি নিঃস্ব বলে,
তাই তুমি দাওনা দেখা।


তোমার স্বাধীনতা ওই বদ্ধ ঘরে,
ভালবাসায়, তুমি মুক্ত হতে চাওনি,
স্বপ্নটা তো পুরো  শেষ করেছ,
তবে মৃত্যুটা কেন দাওনি।