নারী মানে,
আমার তোমার সবার মা,
যা আজ, অনেক ঘরে অভিশাপ,
যে, মমতায় পরিপূর্ণ,
সেই আবার বড় পাপ ?


নারী মানে,
যাদের, নেই কোন আস্তানা,
যারা, বাল্যবিবাহে হয় আক্রান্ত,
যে ব্যাধির, নেই কোন ঔষধ,
সেহেতু, তার ফল মর মারান্ত।


নারী মানে,
যারা, যোগ্য হয়েও আছে পিছিয়ে,
ভয় হোক বা পরিবারের পিছুটানে,
উপরের মহলে, যে জীব গুলি আছে,
তাদের দৃষ্টি তো, আব্রু পানে।


নারী মানে,
যারা, আজও পায়নি পূর্ণ স্বাধীনতা,
কিছু অমানবিক পশুর জন্য,
যারা, অবলার ইজ্জতে হাত দেয়,
তারা আবার, মানুষ নামে গণ্য।