নীরবে আমি যখন ভাবি তোমার কথা,
কষ্ট বুকে জমাট হয়ে সৃষ্টি করে ব্যাথা।
গহীন বনে একা আমি তোমার আশায় থাকি,
দুঃখ বুকে নিয়েও তবু ছটফটাইয়া ডাকি।


আলোর পরশ আসবে বুঝি মিষ্টি হাসি দিয়ে,
ভাঙ্গা মন হাসবে তখন রঙ্গীন স্বপ্ন নিয়ে।
মন জোয়ারে ভেসে আমি সুখের হাসি হাসব,
বহুদূরের পথ পেরিয়ে তোমার কাছে আসব।


চারদিকের অন্ধকারে দেখি তোমার মুখ,
এরই মাঝে খুজে নেই একটুখানি সুখ।
যেদিন আমার হয়ে যাবে উড়ার ক্ষমতা,
সেদিন দেখবে এই বুকে কত মমতা।


ডানা থাকতেও আজ আমার নেই যে ডানা,
উড়তে ইচ্ছে করলেও উড়তে তবু মানা।
সুখ একদিন উকি দেবে এই আশায় থাকি,
এ গহীন পৃথিবীতে আমি এক আহত পাখি।