ঐ দূর আকাশে হাসে কত তারা সূর্য চঁন্দ্র,
বন্ধু আমাকে তুমি করিলা কি এমন মন্ত্র।
আকাশের তারাগুলো বাসর ছড়ালো,
তোমার কথায় বন্ধু কানে মোর সুর বাজল।
নদীর বুকে বয়ে চলা টলটল পনি,
তুমি সত্য কথা বল তা আমি জানি।
আল্লাহর খেলায় চঁন্দ্র তারা পড়ে মাটিতে,
তেমনি ভাবে বন্ধু তুমি আছ আমার বাহুতে।
দিন শেষে রাত্র আসে সাথে নিয়ে চঁন্দ্র তারা,
সেই ভাবে বন্ধু আমি তোমাকে দেই পাহারা।
তারা ছাড়া চাঁদ যেমন শুধু একাকার,
তুমি ছাড়া বন্ধু আমি করি হাহাকার।