আমাকে প্রশ্ন করোনা,
ঐ আকাশকে প্রশ্ন কর,সে কেন বৃষ্টি ঝরায়,
কার বিরহে সে কেঁদে জীবন ভাসায়।
আমাকে প্রশ্ন করোনা,ঐ চাঁদকে প্রশ্ন কর,
পূর্নিমার রাতে জোৎস্না ছড়িয়ে কি যে পেল,
প্রশ্ন করে দেখ ঐ চাঁদকে,
আলোকিত সে আলোকজ্যেতি,
কি যাতনায় কিসের আশায়,
পূর্নিমার করছে এত ক্ষতি।
আমাকে প্রশ্ন করোনা,ভালবেসে কি পেলাম,
প্রশ্ন করে দেখ ঐ মোমের বাতিকে,
পুড়ে পুড়ে সে কেন জ্বালায় নিজেকে।
প্রশ্ন কর তাকে সবাইকে,
আলো দিতে নিজে কেন জ্বলে,
তারপর ভাব,লাভ কি হবে আমাকে বলে।
কি বেদনায় ভালবাসায়,
ভূল করে সবাই কেন নিজেকে কাঁদায়,
আমাকে প্রশ্ন করোনা,
আমার উত্তর পাবে যেদিন----
হারিয়ে যাব চিরতরে,
দূর সীমানায় সেদিন।