চলার আঁকাবাঁকা পথে কত পড়ে কাদা,
আমি সবার মত নই একে বারেই আলাদা।
সুখী মানুষের পৃথিবীতে হয়তো,
অন্য এক মানুষ আমি-
           আমার হাসি দেখেনা কোন লোকে,
নীরবে নিভৃতে কেটে যায় সময়-
           সাত সমুদ্রের জল থাকে দু-চোখে।
দুঃখ নেই কষ্টও নেই,
যে গড়েছে বুঝবে সেই।
হতে পারিনি আলেকজেন্ডার-
                  হতে পারিনি মহাত্মা গান্ধী,
হতে পারিনি মাহতির মোহাম্মদ-
                  জীবনের সাথে করেছি সন্ধি।
এগিয়ে যাব থামবোনা,করব উপলব্ধি
স্বপ্ন রাজ্যের রাজকুমার হতে পারিনি-
                হতে পারিনি নেতাজি,
হতে পারিনি বঙ্গবন্ধু,হতে পারিনি গাজী।
আমি ধন্য,আমি পূর্ন,
বাবা মায়ের মনের মত হতে পেরেছি--
              আমি আমার মত হয়েছি।