যখনি ভাবনা আসে বঙ্গবন্ধু নেই-
তখন আমি হাসতে পারিনা।
চোখের সামনে আলোর ঝলকানি,
চারদিকে কত রকমের হাজারো শব্দ-
আর বুকের ভিতর পুরো দুনিয়াটাই নিস্তব্ধ,
শুধুমাত্র বঙ্গবন্ধুর শূন্যতায়।
যখন চারদিকে ধ্বনিত হয় গুলি খাওয়া বৃদ্ধ-
মুক্তিযোদ্ধা সৈনিকের আর্তচিৎকার-
শুধুমাত্র বঙ্গবন্ধুর শূূন্যতায়,
এসব দেখে আমি হাসতে পারিনা।
সোনার বাংলার সোনার পুকুরের মাঝে-
যখন সোনালী মাছ অসহায়,
শুধু মাত্র বঙ্গবন্ধুর শূন্যতায়।
এসব দেখে আমি হাসতে পারিনা।
দুটি চোখ বন্ধ করলেই বঙ্গবন্ধুকে দেখি,
বাতাসে কান পাতলেই বঙ্গবন্ধুর কন্ঠ শুনি।
চোখ মেললেই দেখি সব হারানো স্মৃতি,
বুকের মাঝে শুরু হয় বজ্রপাত-
শুধু মাত্র বঙ্গবন্ধুর শূন্যতায়।
নিজেকে তখন নিঃস্ব মনে হয়-
কষ্টের ভাঁজে বিলীন হয়ে যাই-
আমি হাসতে পারিনা,আমি হাসতে পারিনা।