বঙ্গবন্ধু তুমি যখন ধরলে বাংলার হাল,
সেদিন থেকে তুমিই নায়ক সাক্ষী মহাকাল।
ধন্য আমি ধন্য বাঙ্গালী জাতি ধন্য,
আমরা বীর গর্ব করি মুজিব তোমার জন্য।
চারদিকে আজ তোমার জন্য আনন্দ বহমান,
সবার বুকেই আজ তুমি করে নিয়েছ স্থান।
কোনদিন কভূ হারাবেনা ওহে বাংলার বীর,
দেশপ্রেমিকদের বুকেতে করে নিয়েছ নীড়।
সেদিন ছিল ১৭ই মার্চ ১৯২০ ইং. সাল,
তুমিই আজ মহানায়ক বাংলাদেশের ঢাল।


★মুজিব শতবর্ষ★