বঙ্গবন্ধুর কথা শুনতে যাদের ভাল লাগেনা,
বলিষ্ঠ ঐ কন্ঠ শোনে যাদের আবেগ জাগেনা,
      তারা রাজাকার বাংলার বেজন্মার দল!


দেশের কথায় যাদের গায়ে আগুন জ্বলে,
বিদ্রোহের কবিতা পড়ে নানান কথা বলে,
      তারা জানোয়ার বাংলার বেজন্মার দল!


সোনার বাংলায় জন্মে পেয়ার মোহাব্বতের,
বাংলার বাইরে থেকে ভাবে অন্য জগতের,
        তারা দালাল বাংলার বেজান্মার দল!


স্বাধীন পতাকা দেখে যারা হিংসায় মরে,
স্বাধীনতা নিয়ে যারা সমালোচনা করে,
         তারা হায়েনা বাংলার বেজন্মার দল!


আমি বলবই আমি বাঙালি বীরের জাতি,
দেশের জারজরা তারা বদলায় রাতারাতি,
         তারা ইবলিশ বাংলার বেজন্মার দল!


বিশের সাথে বিদায় নে করিসনা আর ছল,
মনে রাখিস অবশ্যই পাবি বেঈমানীর ফল।
           তোরা পশু বাংলার বেজন্মার দল!!