নষ্ট মনে ঈগল স্পীডে দৌড়ানো যার কাজ
পাপীষ্ট দেহে ঘৃণ্যতা বিবেক শূন্য লাজ,
অতৃপ্ত মন ঘোলা আবেগ মুখে কান্নার ভাঁজ
বিকৃত ছদ্মবেশীরাই তার মাথার তাজ।


বুদ্ধিহীন মগজে ভাবনা ছোট যতটুকুই আসে
সৎ নিষ্ঠায় লড়ে যাব ভালো মোর পাশে,
ঈর্ষায় জ্বলে  বিদ্রুপকারীরা  মিটিমিটি হাসে
লজ্জায় শান্ত দু'চোখ  নদীর জলে ভাসে।