বজ্জাতের বজ্জাতি তেলে বেগুনে জ্বলে,
নিজ বগলে ময়লা রেখে ভিন্ন কথা বলে।
পাচায় তার গোবর মাখা মাথায় ষড়যন্ত্র,
শয়তানি মন নিয়ে গায় অন্যের মূলমন্ত্র।
বিষমাখা দৃষ্টিতে তার কাজে কেরা বেরা,
লাজ লজ্জার বালাই নাই বজ্জাতির ঢেরা।
ফিসির্ ফিস্ গোপন কথা থাকে সবদিক,
অন্যের মঙ্গলে তার মাথা থাকেনা ঠিক।
ভালটা করতে মন্দ তার ভাবনা রাতারাতি,
ঝগড়াতে সাধু সাজাই বজ্জাতের বজ্জাতি।


======================
প্রিয়কবি সঞ্জয় কর্মকারের "কবির কাজ"
পড়ে উৎসাহিত হয়ে লেখা।তাই এ ক্ষুদ্র
প্রয়াস বরেণ্য কবিকেই উৎসর্গ করলাম।
-------------------------------------