আকাশের কান্না বৃষ্টি,রাতের কান্না শিশির-
আমার কান্নার কোন নাম নেই,
আজব দুনিয়ায় কত কি যে আছে-
আমাকে বোকা বলে যে দেখে সেই।
এই বোকাকে চেয়ে দেখে-
সবাই অবাক দৃষ্টিতে,
একদিন সমাজ বদলে যাবে-
এই বোকারই সৃষ্টিতে।
বোকার কোন শত্রু নাই গুনীজনে বলে,
আমি দেখি সব বিপদ আমার পিছেই চলে।
বিপদ আপদ দূরে রাখতেই-
বোকার মত চলি,
ফুল কি ফোটেনা যা-
প্রথম থাকে কলি--?।
এই সমাজে শুরু করলাম বোকার অভিযান,
হিংসা বিবাদ দূর করিব বাড়াবো সম্মান।