কবিতা পড়া, কবিতা লেখা আমার অনেক ভাল লাগে।আমি প্রতিদিন সকাল,দুপুর,বিকাল,সন্ধ্যা,রাত্র সব মিলিয়ে বাংলা কবিতা আসরের সর্বনিন্ম ১০০ থেকে ১৫০ টি কবিতা কিংবা তারো বেশী কবিতা পাঠ করি এবং প্রত্যেককেই ভাল মন্দ মন্তব্য করে বুঝিয়ে দেই যে আমি উনাদের কবিতাটি পাঠ করেছি।
আর আমার কবিতার বেলায় দেখা যায় ১০০ কার পঠিত হয়েছে কিন্তু মন্তব্য ১০ জনে করেছে,যারা আমার কবিতা অল্প হলেও পাঠ করে তারা যদি ভাল হলে ভাল,, খারাপ হলে খারাপ এতটুকু মন্তব্য করলে কত টাকা বা কত সময় বা কি এমন ক্ষতি হয় প্রিয় কবিদের আমি চিন্তা করে সেটার হিসাব মিলাতে পারিনা-আমি যাদের মন্তব্য করি তারা প্রত্যেকেই মন্তব্যের উত্তর দেয়,ঐ উত্তর গুলো পড়তে পড়তেই আমার অনেক সময় চলে যায়,আমি যাদের মন্তব্য করে প্রতিউত্তরে আমার কবিতায় তাদের কোন মন্তব্য পাইনা,
মনে হয় ওদের সময়ের অনেক দাম আর আমার ওনাদের মন্তব্য করতে আর মন্তব্যের উত্তর পড়তে যে সময় খরচ হয় আমার মত বোকার সেইটুকু সময়ের মূল্যায়ন বুঝা বড় কঠিন--শ্রদ্দেয় প্রিয় কবি মহোদ্বয়গন এক্ষেত্রে আমার কি করা উচিৎ-?