বাবা জামা কেন আনলেনা,ওরা তো কতকিছু এনেছে তুমি না বলেছিলে আনবে!!
মৃদু কন্ঠে বাবার বক্তব্য গত ঈদেইতো এনেছি এখনো নতুন,সামনের ঈদে আনবো।
এটা কিন্তু এক পরিবারের গল্প নয়,
শত শত হাজার হাজার পরিবারের গল্প।
ছেঁড়া ময়লা জোড়া দেয়া জামা পড়েও অনেকের ঈদ কাটে,নতুন জামা পড়া শিশুটি তার কাছে গিয়ে অকপটে সাদা মনে বলে ফেলে তোর পুরাতন জামা আমারটা নতুন।
এটাইতো ধনী গরীবের একই রকম ঈদ।
আবার আপনারাই বলেন আনন্দ সব সমান!
তখন শিশুটিও বলে বাবা বলেছে সামনের ঈদে নতুন জামা আনবে,সেও জানেনা- আরেকটা ঈদ কয়দিন পরে আসবে।
এর নামইতো আনন্দ,এর নামই ঈদ।
এতো গেল এক গল্প আরো বহু গল্প আছে।
এবার বলি কোরবানির কথা!!!!
যাদের কোরবানি দেবার সামর্থ্য নেই-
তাদের কথা নাইবা বললাম।
তাদের আনন্দওতো সমান তাইনা?
একটু বড় গরু কিনে মুরুব্বীরা বলে তোদের গরু চল্লিশ হাজার আমাদেরটা এক লক্ষ।
উত্তর আসে তোমরা সাত জনে এক লক্ষ
আমরা দুইজনে চল্লিশ ভাগ করে দেখো কোনটা বড়!বুদ্ধিমানের মত কথা তাইনা?
আবার শুনি আমার গরুটার সাইজ দেখছ,
অমুকেরটায় চর্বি হবেনা,আমারটা বাজারের সেরা গরু ইত্যাদি ইত্যাদি।।
এর নামইতো আল্লাহর রাস্তায় কোরবানি।
এর নামইতো ঈদের আনন্দ!!!
যাদের কোন ঠিকানা নেই ইট মাথায় দিয়ে-
রাস্তায় শুয়ে থাকে,ডাস্টবিনের খাবার খায়,
হয়তো কেউ এসে অল্প একটু খাবার হাতে
তুলে দেবে সেই আশায় থাকে।
তাদের আনন্দও তো সমান তাইনা??
কত হরেক রকম খাবার কত কিছুই না
খাওয়া হয়।এমনও পরিবার আছে চিনি-
কেনার সামর্থ্য নেই কোন খাবার খায়,
সে খাবারের কথা নাইবা বললাম!
এর নামইতো সমান ঈদ আনন্দ তাইনা???
তবুও দিন যায় দিনতো আর থেমে থাকেনা
ঈদ আসে ঈদ যায় এভাবেই কাটে প্রতিটি-
ধনী গরীবের ঈদ আনন্দ।


(বিঃদ্রঃ-ভেবেছিলাম আজ লিখবোনা তবুও কষ্ট নিয়ে লিখলাম,আসরের সকলকে সহ দুনিয়ার সবার প্রতি রইল আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।"ঈদ মোবারক"।