রঙ্গিন নতুন জামা পড়লে হয় না ভদ্রলোক,
পকেটে টাকা থাকলেই রাঙানো যায় চোখ।
বড়লোকের ভাব কিন্তু ফকিরও ধরে,
বড়লোকও ফকির হয় ট্যাক্সের ডরে।


আজব সব কাজ চলে দুনিয়ায় বাজারে,
যাহা দেখে কষ্ট নাচে হৃদয় মাজারে ।
শক্তি আর দম্ভ দিয়ে পাকা করে কাঁচা,
দুঃখের নীল দরিয়ায়  কষ্ট নিয়ে বাঁচা।