যদি কেউ বলে আমি দুঃখের রাজা-
মেনে নেব কোন সমস্যা নেই,
নীরবে নিভৃতে দুঃখই যদি অবলম্বন হয়-
মনে নেব তাহলেও কোন ক্ষতি নেই।
নিঃসঙ্গ একাকী হলেও জীবনকে-
মনে নেয়া যায়।
তাই বলে জীবন থেমে থাকেনা,
কষ্টের বালুচরে ঢাকা মরুভূমির মত-
জীবনটা শূন্য মনে হয়,
বুকের ভেতরটায় প্রলয়কারী দানবের মত-
উল্কা গতিতে তুফান বয়।
ছিন্ন ভিন্ন করে নিয়ে যায় সব,
শোনা যায় শুধু দুঃখের কলরব।
ভয় পাইনা সে জন্য সবই বিধাতার খেলা,
নিশিতে তুফান বইলেও সকালে যে-
সূর্য উঠবেনা এমনতো কথা নয়,
নীড় হারা পাখি যে একদিন-
নীড় খুঁজে পাবেনা তাতো নয়,
পাহাড় সম দুঃখ নিয়েও হাসতে ভাল লাগে,
সহজে কাউকে বুঝতে দেইনা,
কবির কথা মনে হয়-"দুঃখে যাদের
জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের"
আমি দুঃখী হয়েও দুঃখকে অনেক ভালবাসী,
কারন দুঃখের মাঝেই সুখ খুঁজে পাই।
পার্থিব সুখ হয়তো সহ্য করতে পারবো না,
তাই বাচঁতে চাই দুঃখের সম্রাট হয়ে।