দুঃখ সবাই দিতে জানে সইতে পারে কজন,
দুঃখ আমার চির সাথী দুঃখেই যাচ্ছে জীবন।
দুঃখ আমার পোষা পাখি বুকেই তাহার ঠাঁই,
দুঃখ ছাড়া এই বুকেতে কারো বসৎ নাই।


দুঃখ আছে প্রতিনিয়ত থাকবে চিরদিন,
দুঃখ ছাড়া এই বুকটা যেন মূল্যহীন।
দুঃখ ছাড়া সুখের আভাস পাওয়া তো যায়না,
দুঃখ ছাড়া এই বুকে স্থান আর কিছু পায়না।


দুঃখ আমার বুকের রাজ্যে থাকবে সারাক্ষণ,
দুঃখ আছে কতটুকু শুধু জানে আমার মন।
দুঃখ হল শূন্য বুকের অদৃশ্য এক আয়না,
দুঃখ ছাড়া বুকটা আমার আর কিছু চায়না।


দুঃখ আমার সারা জীবনের সঞ্চয় করা সুখ,
দুঃখ নিয়েই মহাসুখী আমার ছোট্ট বুক।
দুঃখ আমার বুকের মাঝে করুণ সুরের বাঁশি,
দুঃখ বুকে নিয়েই আমি সারাক্ষণি হাসি।