শিকার ধরতে ওত পেতে অপেক্ষায়-
চিল শকুন চিতা আর হায়েনা,
এই সোনার দেশে এমন কত লোক আছে-
যারা দেশের ভাল চায়না।
ওরা বুঝেনা এই দেশে আছে কত-
স্মৃতি মায়া মমতা আর বেদনা মাখা,
সবি বুঝা যায় যখন দেখি কোথাও উড়ছে-
স্বাধীনতার লাল সবুজ পতাকা।
যে যাই বলুক যাই করুক ওই আকাশে-
বাঁশের মাথায় সবুজের বুকে লাল,
এই সোনার বাংলাদেশ যতদিন রবে-
ততদিন থাকবেই চিরকাল।
এই দেশের জন্য নাকি বিলীন হল-
দু-লক্ষ ইজ্জত আর ত্রিশলক্ষ প্রান,
যদি কোনদিন জীবন দিতে হয় তবুও-
তা দিয়ে হলেও রাখব এই দেশের মান।