ইচ্ছে হয় বঙ্গবন্ধুর মত হতে;
তাঁর আদর্শের সৈনিক হতে কিন্তু সম্ভব নয়;
তিনি বলেছিলেন,
এসো অস্ত্র ছেড়ে গোলাপের চাষ করি,
তবে পারবোনা এমন ধৈর্য্যের পরিচয় দিতে।
দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত কারীদের-
পল্টন ময়দানে ফাঁসি দেব,
এক আইন এক রায়।
ইচ্ছে হয় তাঁর মত শত্রুকে বুকে টেনে নিতে,
কিন্তু যখনি ভাবি ওরা মীরজাফরের দালাল,
আর কোন আপোস নয় রেসকোর্স ময়দানে
কোটি জনতার সামনে গুলি করে তাদের-
বুকটা ছিন্ন ভিন্ন করে দেব,
এক আইন এক রায়।
অনেক মহানুভবতা দেখিয়েছিলে প্রিয় নেতা,
তাই আজ তুমি বিহীন বাংলায় বহু শকুনের জায়গা হয়েছিল।
দেশকে নরকে নিয়ে যেতে চেয়েছিল,
তোমার আদর্শের সৈনিকেরা আছে বলেই
আজ তারা অনেকেই আবর্জনায় নিক্ষিপ্ত।
ইচ্ছে হয় প্রত্যেক দেশদ্রোহীদের ধরে
রাজপথে জনসম্মুখে শরীরের সব বেঈমানীর রক্ত বের করে দেই।
কোন আপিল থাকবেনা শয়তানদের জন্য,
এক আইন এক রায়।
তুমি আমার এই কবিতার শোকে-
উন্মত্ত আইন পাশ কখনোই করতে না,
কারণ তুমি মহান, কোটি মানুষের প্রাণ,
এজন্যই তুমি আজ বাঙ্গালী জাতির জনক,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।