অচেনা আবেগের সমুদ্রে ভাসছি অবিরত,
কষ্টের বিশাল ঢেউয়ে মন মিশে একাকার।
স্মৃতিগুলোও আজ নীল তিমির পেটে,
হাঙ্গরের গ্রাসে স্বপ্নগুলোও ভেঙ্গে চুরমার।
দুঃখের পাহাড়ে হয়তো ঠেকে যাবে দেহ!


কোথায় আছে সেই এক বিন্দু ভালবাসা?
যার রশ্মির ঝলকে নীরব হয়ে যাবে সব,
ফিরে পাব চেনা সেই পুরোনো রূপ।