উত্তাল ঢেউয়ের দোলায় দুলতে দেখি মন কুমারীর নৃত্য
বাতাসের শন শন সুরের আবেগী তালে,
মন ভ্রুমরা সব ঝাঁকে ঝাঁকে উড়ে যায় রংধনুর কিনারায়
বিরহের মৌমাছিরা কাঁদে মগডালে।


রাতের আঁধার টুকুও হারিয়ে খোজে ঝিঁঝি পোকার শব্দ
আফসোসে হয়ে যায় না চাওয়া ভোর,
সূর্য কিরণ দেখে নীরব কুয়াশাও হারানোর ভয়ে স্তব্ধ
প্রেমিক সবুজ ঘাসেরও কেটে যায় ঘোর।