মাগো জীবনের একটা প্রান্তে এসে-
তোমাকে খুব বেশী মনে পড়ে,
যখন ছোট্ট ছিলাম তখন মাঝে মাঝে-
তুমি আমাকে ছাগল বলতে,
মনে মনে রাগ হতাম আর বক বক করে চলে যেতাম হয়তো গালিও দিতাম।
তখনও বুঝতাম না আসলেই আমি ছাগল।তারপর যখন আর একটু বড় হলাম-
তখন বলতে পাগল,
তখনও রাগ হতাম,
মাগো তখনও বুঝিনি সত্যি আমি পাগল।  
কিছু কিছু কাজ করে এখন বুঝতে পারি মা-
নিজেই সত্যি সত্যি বুঝতে পারি,
এটা ছাগলের কাজ ছাড়া আর কিছুইনা।
আবার এমনও কিছু কাজ করি-
যা দেখে মনে হয় পাগলের পাগলামি।
পাগল ছাড়া এ কাজ কেউ করতে পারেনা।
মাগো অনেক কষ্ট দিয়েছি তোমায়,
ক্ষমা করো মা,এই পাগলটাকে ক্ষমা করো।
তুমি সর্বদাই ঠিক ছিলে মা,
আমি সবসময়ই ভুল ছিলাম।
তোমার তুলনা তুমিই মা শুধুই তুমি,
আই মিস ইউ-মা।