আমি স্বপ্ন দেখতে চাইনা-
স্বপ্ন আমার চোখের সামনে ভাসে,
আমি দুঃখ পেতে চাইনা-
দুঃখ আমার সামনে এসে হাসে।
আমি স্বপ্নের বাস্তবটা দেখতে চাই,
আমি জানি দুঃখের কোন শেষ নাই।
তবু দুঃখ পেতে ভাল লাগে-
দুঃখকে জয় করেই জীবনটা সাজাতে চাই।
তবেই হয়তো সুখের মানেটা বুঝব।
আর সেখানেই জীবনের মানে খুঁজব।