যে পাখিটি প্রতিটি ভোরে ডেকে ডেকে ক্লান্ত
হয়ে আমার স্বপ্নের ঘুম ভাঙ্গিয়ে দেয়,
যে ছলনার ছলে প্রতিশোধের নেশায় আমার হৃদয়টাকে ভেঙ্গে করেছে চৌচির,
তাদের আমি বিনা শর্তে বন্ধু ভাবতে পারি,


যে প্রিয় আসার কথা বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রেখে আর আসেনা,
যে প্রিয় স্বজন রক্তের ঋনের কথাও চোখের পলকে ভুলে যেতে পারে,
তাদেরও বিনা শর্তে বন্ধু ভাবতে পারবো।


যে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে কবিতা না লিখে নানান অজুহাত দেখায়,
যে মানুষটি গোপনে গোপনে জঙ্গিদের স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করে,
কোটি টাকা দিলেও তাদের বন্ধু বানাবো না।


যে ১৫ই আগষ্টের শোক মিছিলে না গিয়ে নানান তাল বাহানা করে,
যে নানান উৎসবের আড়ালে জাতীয় শোক
দিবসকে উপহাস করে,
দুনিয়া লিখে দিলেও তারা আমার বন্ধু হতে
পারে না,কখনো না,কস্মিনকালেও না।