আজ মনে হচ্ছে আমি ধন্য,
আজ মনে হচ্ছে আমি পূর্ন।
এইতো সেদিন শুরু করলাম কবিতা,
মন প্রান বিলিয়ে লিখলাম সবইতা।
গুনীজনরা আশীর্বাদ দিয়ে করেছিল শুরু,
আমিও মন থেকে তাদের মেনেছিলাম গুরু।
বহুবার ভালোবাসায় সিক্ত হল মন,
কবিতার মাধ্যমেই আজ ধন্য এ জীবন।
সকল গুণী কবিদের মাঝে আমি অতি নগন্য,
আজ একশতম কবিতা লিখা তাদেরই জন্য।
সত্যিই ওরা মহাকবি ওনাদের নেইতো জুড়ি,
ওনাদের নামেই উৎসর্গ কবিতার সেঞ্চুরী।