শুনতে পাই আমি হাঁটি হাঁটি পায়ের শব্দ,
চারদিকে ভয়ঙ্কর অন্ধকার নীরব নিস্তব্ধ।
সীমাহীন কষ্ট পালানোর পথ নাই,
ছোট্ট বদ্ধ ঘরে হয়েছে মোর ঠাঁই।
একলা শুয়ে আছি পাশে কেউ নাই,
আলোর দেখা পেতে দিন গুনে যাই।
হিসাব পারিনা মেলাতে দুই আর দুইয়ে,
চোখের জলে ভাসছি আমি কবরে শুয়ে।