বালিশ একটু শক্ত হলেই ঘুম আসেনা,
বিছানাটা একটু শক্ত হলেই শরীর ব্যাথা,
শীতের রাতে কাঁথা,কম্বল,লেপ,তোশক,
গরমে দুইটা কুলিং ফ্যান,এসি,ঠান্ডা পানি,
ভাত একটু শক্ত থাকলে খেতে পারিনা,
হজমের কথা পরে নাহয় একদিন বলব,
বাসায় তরকারী ভাল না হলে হোটেলে খাই,
পোশাক আশাকের কথা নাইবা বললাম,
আর ব্যাবহারের কথা নাহয় বাদই থাক।
এবার আসি আসল কথায়------------
রাস্তায় যখন বের হই বিভিন্ন জায়গায় দেখি-
ইট মাথায় দিয়ে কনকনে শীতের রাতে কোন রকম এক কাপড়ে-
এমন গভীর ঘুমে মগ্ন যেন-
দশটা ঘুমের ট্যাবলেট খেয়েও-
এত শান্তির ঘুম পারবেনা কেউ ঘুমাতে-
ওপেন চ্যালেঞ্জ-------
বিভিন্ন ডাস্টবিনে দেখা যায় ছোট ছোট বাচ্চারা খাবার খুচিয়ে খুচিয়ে বের করছে আর এমন মজা করে খাচ্ছে যেন-
আমরা চাইনিজ হোটেলের খাবারও-
এত মজা করে খাইনা,
যদিও খাই হজম হওয়ার জন্য ঠান্ডা পানিয়-
এমনকি ট্যাবলেট এর পরেও কাজ হয়না,
আর ওরা নোংড়া খাবারের পর রাস্তার নিষিদ্ধ টিউবওয়েলের পানি ইচ্ছে মত খেয়ে,
এক নিঃশ্বাসেই দিল ঠান্ডা করে আর ওদের দুনিয়াকেও ঠান্ডা করে।
এবার বলেন প্রিয় বরেন্য কবি বন্ধুরা-
কোনটা আসল সুখ আর--
কোনটা বাস্তব জীবন-?